আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:-
পিরোজপুরের নাজিরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব সহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী বিএনপির ওই ৫ নেতা নাজিরপুরের দায়িত্বে থাকা বিজ্ঞ আমলি ৩ আদালতে সেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এ্যাড: খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলাটি সম্পুর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। আজকে যারা আদলতে হাজির হয়েছে মহামান্য হাইকোর্ট থেকে তারা আগাম জামিন নিয়েছিলেন। আজ আমরা এই মামলায় সেচ্ছায় হাজির হওয়া ৫ আসামির জন্য নাজিরপুরের দায়িত্বে থাকা বিজ্ঞ আমলি ৩ আদালতের কাছে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এ আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়েছি এবং খুব শীগ্রই জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবো। কারাগারে পাঠানো বিএনপির ৫ নেতা হলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোল্লা শফিকুর রহমান, যুবনেতা মোস্তফা কামাল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটন এবং খান মিলন। মামলা সূত্রে জানা যায়,গত ২৫ সেপ্টেম্বর ২০২২ সোশাল গণমাধ্যম ফেসবুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার পরিবারকে নিয়ে কটুক্তি করার অভিযোগে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাদি হয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা নেতা-কর্মীর বিরুদ্ধে নাজিরপুর থানায় অভিযোগ করলে অফিসার ইনচার্জ উক্ত অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা রুজু করে
Leave a Reply