আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায়ত বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড: শ.ম রেজাউল করিম। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০টায় উপজেলার ইউআরসি ভবন মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে স্বনামধন্য ১৬ টি টিম উক্ত খেলায় অংশগ্রহন করেন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান লাভলু, প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড: শ.ম রেজাউল করিম এর হাতে খেলার জার্সি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাস, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কৃষকলীগের আহ্বায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, প্রায়ত বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার এর উত্তরসুরী শেখ সাব্বির বাশার সুজন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রায়ত বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার তাদের সুযোগ্য একজন দায়িত্বশীল সহোদর বড় ভাই, বাবার সম্পদ থাকলেও ভাইয়ের কষ্টে অর্জিত অর্থে আমাদের পরিবারের অন্য সকল ভাই-বোনেরা মানুষ হয়েছি, যে ঋণ কখনও শোধ করার নয়। আর কখনও এমন ভাই ফিরে আসবে না। তার আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply