নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরের জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বিদ্যালয় হলরুমে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয়ের অভিভাবকদের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সূষ্ঠু-শান্তিপূর্ণ ও জাঁকজমকভাবে এ নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, উপজেলার জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচনী তফশীল অনুযায়ী শনিবার ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়। নির্বাচনে ৪টি সাধারণ অভিভাবক সদস্য পদে ১০জন ও সংরক্ষিত ১টি নারী অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থী অংশ গ্রহণ করে। ভোটগ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেলে ৪টা পর্যন্ত চলে। মোট ২৫৮ জন ভোটারের মধ্যে ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দু’টি প্যানেলে ১০জনসহ মোট ১২ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা
করেন। প্রতিদ্বন্ধিরা হলেন সাধারণ অভিভাবক সদস্য পদে আনিছ হোসেন, তরিকুল ইসলাম, বুলবুল আহম্মদ, মোঃ মোস্তফা কামাল, মোস্তাফিজুর রহমান, রজব আলী, মোঃ লিয়াকত আলী গাজী, মোঃ সাজেদুল ইসলাম, হারুন-অর-রশিদ ও মোঃ হিল্লাল
হোসেন এবং সংরতি মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ ঝর্না বেগম ও মিনা বেগম। এর মধ্যে মোন্তাজ উদ্দীন প্রদত্ত পূর্ণ প্যানেলের সাধারণ অভিভাবক সদস্য
পদে বুলবুল আহম্মদ ১১৬, হারুন-অর-রশিদ ১১১, মোঃ মোস্তফা কামাল ১১০ এবং মোঃ হিল্লাল হোসেন ১০৫ ভোট এবং সংরতি নারী অভিভাবক সদস্য পদে মোছাঃ ঝর্না বেগম ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে প্রতিপক্ষ প্রদত্ত প্যানেলের চরম ভরাডুবি হয়েছে। এ প্যানেলের সাধারণ সদস্য পদে আনিছ হোসেন ৪৪, তরিকুল ইসলাম ৪২, মোঃ লিয়াকত আলী গাজী ৪০ ও মোস্তাফিজুর রহমান ৮ ভোট এবং সংরতি নারী সদস্য পদে মিনা বেগম ৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সারাদিন ভোট গ্রহণ ও গননা শেষে সন্ধায় ফলাফল ঘোষনা উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোঃ মাসুদ আলম নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। এছাড়া আইনশৃঙ্খলা রার সার্বিক দায়িত্ব পালন করেন মণিরামপুর থানার এসআই মলয় বসু ও এ এসআই শ্যামল কুমার সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার সরকার সূষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবার জন্য সংশ্লিষ্ট সকলকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply