পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর,লক্ষ্মীপুর;-
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী রায়পুর এল এম মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ২ জন শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এল এম মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, লায়ন জহিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব আজাদ সাল্লাল, আর আর এফ চট্টগ্রামের পুলিশ সুপার মো মাহামুদুর রহমান, লেঃ কর্নেল জাবেদ হোসেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোঃ নুরে আলম তারেক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ মাঈন উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক হারুনুর রশীদ ও বিদায়ী কম্পিউটার অপারেটর মোখলেছুজ্জামানকে বিদায়ী ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া ২০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply