স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি;- \
বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত সারাদেশের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশের অংশ হিসেবে পিরোজপুরের স্বরূপকাঠির একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মিরা। এ উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রিয় শহিদ মিনারে পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি মো. গোলাম কবিরের নেতৃত্বে পৌর আ.লীগ শান্তি সমাবেশ শেষে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। গুয়ারেখা ইউনিয়নে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি সৈয়দ সহিদ উল আহসান। জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠিতে ইউনিয়ন আ.লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ। এছাড়াও স্বরূপকাঠি সদর ইউনিয়নের কুনিয়ারিতে ইউপি চেয়ারম্যান মো. আল আমিন পারভেজের নেতৃত্বে, সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংঙ্গলে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে , কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠিতে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে, সোহাগদল ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের নেতৃত্বে, বলদিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমানের নেতৃত্বে, সুটিয়াকাঠি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন অসীমের নেতৃত্বে, সারেংকাঠি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. সায়েমের নেতৃত্বে এবং দৈহারী ইউনিয়নে উপজেলা আ.লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. জাহারুল ইসলামের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি শান্তি সমাবেশ সফল করতে উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ গ্রুপে গ্রুপে ভাগ হয়ে প্রতিটি শান্তি সমাবেশে অংশগ্রহন করেন।
Leave a Reply