গফরগাঁও,ময়মনসিংহ প্রতিনিধি;-
১৮ বছরের আগে বিয়ে নয়, একুশের আগে সন্তান নয়, বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধ করি’ এসব স্লোগান নিয়ে গত শনিবার ১১-০২-২০২৩ ইং তারিখে কনিকা সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক শেখবাড়ি, উথুরী, গফরগাঁও, এ সময় সংস্থার সেচ্ছাসেবী সদস্য জনাব মোছাঃ প্রীতি সকলকেই সচেতন করে বলেন- আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। যৌতুক নিরোধ আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।।
Leave a Reply