গীতি গমন চন্দ্র রায় গীতি,ঠাকুরগাঁও প্রতিনিধি;-
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।।
জানা যায় বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪ই ফেব্রুয়ারি দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী,
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা কমিশনার (ভূমি)ফাতেহা তুজ জোহরা,বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম।
এছাড়া ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply