মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:- মুজিব শতবর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার সরূপ নির্মিত বীর নিবাস পিরোজপুরের মঠবাড়িয়ার ১৭ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ বীর নিবাসের শুভ উদ্বোধন করেন।
বীর নিবাস শুভ উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে ভিডিও কনফারেন্স ও একটি অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি অবসরপ্রাপ্ত শিক্ষিকা খাদিজা বেগম খুশবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভেীমিক, পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নো. আজীম উল হক. ওসি অপরেশন আব্দুল হালিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর, মোস্তফা শাহআলম দুলাল, শাহাদাৎ হোসেন রাজা, হাবিবুর রহমান, শরীফ মো. আলমগীর হোসেন, মো. হাবিবুর রহমান, আলমগীর হোসেন, নজরুল ইসলাম টুকু, সুনীল খড়াতি, নূরুল ইসলাম। ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, রিয়াজুল আলম ঝনো, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারী, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহীন হাওলাদার হাওলাদার, মাইনুল আহসান, পেরু সিকদার, নজরুল ইসলাম, এজাজ চৌধুরী, সফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তি বর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভেীমিক বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার সরূপ নির্মিত বীর নিবাস পিরোজপুরের মঠবাড়িয়ার ১৭ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক উপহার অব্যাহত থাকবে।
Leave a Reply