1. admin@danikagonikontho.com : admin :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিশন ৪১ বাস্তবায়নে আবারও নৌকায় ভোট দিন – প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য কয়রায় কমিউনিটি ইন্টারজেনারেশনাল ডায়লগ অনুষ্ঠিত পতেঙ্গা গোল্ডেন বিচ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পান দোকানী নিহত অভয়নগরে শুভনাড়া ইউনিয়নে তরুন লীগ’র কর্মী সভা অনুষ্ঠিত কোন ঘুষ দূর্নীতি করিনি,আমি নীতিতে অটল, – মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী মণিরামপুরে ক্যান্সারে আক্রান্ত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু মৌ মধুবন্তীর একগুচ্ছ গান স্মার্ট বাংলাদেশের সাথে জ্ঞানে ও প্রযুক্তিতে শিক্ষার্থীরাও স্মার্ট হবে,- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য শেরপুর নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য নামাজ আদায় নকলায় জতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

সুবর্ণচরে কৃষকের তরমুজের গাছ উপরে ফেলে দূর্বৃত্তরা,লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী গ্রামে আব্দুল হালিম মেম্বার ও মৃত জেবল হকের পুত্র জাহিদুল হক পারভেজ নামের কৃষকের ৩একর ২০ শতাংশ জমির তরমুজ গাছ উপড়ে ফেলে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী ) ভোররাতে উপজেলার চরজুবিলী গ্রামে এ ঘটনা ঘটেছে৷

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কৃষক আব্দুল হালিম ও পারভেজ অন্যের জমি বর্গা নিয়ে (৩ একর ২০ শতাংশ) জমির উপর তরমুজের চাষ করেন। গতকাল মঙ্গলবার ভোররাতে তাদের রোপণকৃত ওই (৩ একর ২০ শতাংশ) জমির সমস্ত তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতাও মিলেছে।

স্থানীয়রা বলেন, পারভেজ একজন সৎ গরীব কৃষক সে অন্যের জমি বর্গা নিয়ে দিনরাত পরিশ্রম করে (৩ একর ২০ শতাংশ) তরমুজের চাষ করছেন। তার রোপণ কৃত জমির তরমুজের গাছ উপড়ে একটা অমানবিক কাজ করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করতেছি।

এ বিষয়ে চরজুবিলী ২নং ওয়ার্ডের মেম্বার ভুক্তভোগী আবদুল হালিম বলেন, আমি এবং পারভেজ শেয়ারে ৩ একর ২০ শতাংশ জমিতে তরমুজ চাষ করি, তরমুজ গুলো বিক্রি করার আর মাত্র কয়েকদিন বাকি ছিলো, রাতের অন্ধকারে কে বা কাহারা আমার সবগুলো তরমুজ গাছ উপড়ে ফেলেছেন, এতে আমি প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি, এ ঘটনার উপযুক্ত বিচার দাবী করছি।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল হক পারভেজ বলেন, আমি আজ সকালে তরমুজ দেখার জন্য জমিতে যাই। গিয়ে দেখি আমার জমিতে রোপণকৃত সমস্ত তরমুজ গাছ উপড়ে ফেলা হয়েছে, কে বা কাহারা এমন জগণ্য কাজ করেছে আমি বলতে পারি না, আমি অন্যের জমি বর্গা নিয়ে খুব কষ্ট করে তরমুজ চাষ করছি। এই ক্ষতিতে আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি, এঘটনার উপযুক্ত বিচার চাই।

এবিষয়ে স্থানীয় চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু বলেন, চরজুবিলী ২নং ওয়ার্ডে আবদুল হালিম মেম্বার ও কৃষক পারভেজের প্রায় ৩ একর ২০ শতাংশ জমির তরমুজ গাছ উপড়ে ফেলার বিষয় জানতে পেরে ক্ষেত পরিদর্শন করার জন্য ছুটে এসেছি, কৃষক পারভেজ একজন সৎ গরীব কৃষক সে দিনরাত পরিশ্রম করে অন্যের জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করছেন। এই ধরনের জঘন্য ঘৃণিত কাজটা কে বা কাহারা করেছে কেউ দেখতে পায়নি তবে যে কেউ করুক কাজটা করা উচিৎ হয়নি আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার এস আই ছালাউদ্দিন জানান, তরমুজ গাছ উপড়ে ফেলার ঘটনা শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি, অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD