আহসান হাবীব,স্টাফ রিপোর্টার;-
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক২০২৩ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
স্ব স্ব বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের নিয়ে আজকের এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান উদ্বোধন করেন চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা শিক্ষা অফিসার আবু জাহের।
বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা ইউআরসি,ইনস্ট্রাক্টর আব্দুল মতিন, সুবর্ণচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহীউদ্দিন,শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি শাখাওয়াত উল্যাহ, সাধারণ সম্পাদক নাছিম ফারুকী,শিক্ষক সমিতির নেতা মাওলানা আলী আক্কাসসহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপ মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, পর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব আনোয়ারী, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা ইয়াসমিন,চরজুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দাস, দক্ষিণ কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ১৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফতেখার ফারুক, ১৪নং চরবাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন, ২৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, ৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাসেল, ১১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফ আলী, ৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিক উল্যাহ, এন এ ফ্রো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিটুল চন্দ্র মজুমদার, বিভিন্ন
বিদ্যালয়ের সহকারি শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,একশো মিটার দৌড়, মার্বেল দৌড়, অংক দৌড়, চিত্রাঙ্কন, কোরআন তেলাওয়াত, হামদ- নাত, ছড়া, কবিতা আবৃত্তি, নৃত্য প্রদর্শন, প্রভৃতি।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অতিথিদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।
Leave a Reply