নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
‘যশোরের যশ, খেজুর রস’-এ শ্লোগানকে সামনে রেখে যশোর জেলার ঐতিহ্যবাহি ব্রান্ডিং পণ্য খেজুর গুড়, ও গাছি পেশা রক্ষায় মণিরামপুরের ভোজগাতী ইউনিয়নের গাছিদের নিয়ে এক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে এসটিই ইনিশিয়েটিভ নামের একটি অলাভজনক সংগঠনের উদ্যোগে উপজেলায় ভোজগাতী ইউনিয়নের হুরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গাছিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।
যশোরের ঐতিহ্যবাহি খেজুর গুড় ও গাছি পেশা রক্ষা আন্দোলনের সংগঠক মোঃ আবু বকরের সভাপতিত্বে
ও ইস্রাফিল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , ইউপি সদস্য আব্দুল আলীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসটিই ইনিশিয়েটিভের সদস্য নাসিম রেজা, সুপ্রকাশ বিশ্বাস ও স্থানীয় সূধীজন। এ সময়ে ইউনিয়নের শতাধিক গাছি ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা যশোরের খেজুর গাছ, খেজুরের রস-গুড় বিলুপ্তি থেকে রক্ষার নানা যুক্তি তুলে ধরেন এবং যশোরের এ ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
মতবিনিময় সভায় উপস্থিত গাছিদের ফুল দিয়ে বরণ করে নেয়াসহ প্রত্যেককে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, যশোরের খেজুর গুড় ও গাছি পেশা রায় নিবেদিত একটি অলাভজনক সংগঠন ‘এসটিই ইনিশিয়েটিভ’ ২০২০ সাল থেকে যশোরের ঐতিহ্যবাহি খেজুর গাছ, গুড় রক্ষায়-খেজুর গাছ রোপণ কর্মসূচী ও গাছি পেশা টিকিয়ে রাখতে গাছিদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
Leave a Reply