বান্দরবান জেলা প্রতিনিধি;-
বান্দরবান আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার প্রঙ্গনে বাজার ব্যবসাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারী ২০২৩ইং দিবাগত রাতে রেপার পাড়া বাজার ব্যবসায়ী ও যুবসমাজে উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
অধিবেশন অনুসারে মাহফিলে সভাপতিত্ব করেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন, ২নং চৈক্ষ্যং ইউপি সাবেক চেয়ারম্যান জনাব ফেরদৌস রহমান, প্রত্তন চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেনের।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। উক্ত মাহফিলে প্রধান আলোচক কুরআনের আলোকে আলোচনা প্রেস করেন আল্লামা মির্জাইয়াছিন আরাপাত সাহেব ( ঢাকা), আল্লামা মুফতি, ওবায়দুলা রফিকউল্লাহ সাহেব (ঢাকা)।
বিশেষ আলোচক, হযরত আল্লামা আবদুরহমান সাহেব, পরিচালক,জিনুরাইন মাদ্রাসা চকরিয়া, হযরত এ,কে,এম, আইয়ুব খান, খতিব আলীকদম উপজেলা জামেমসজিদ, হযরত মাওলানা ফরিদুল আলম, রেপার পাড়া কেন্দ্রীয় জামেমসজিদ।
এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন অত্র বাজার চৌধুরী রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীগণসহ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদী জনতা এরা উপস্থিত ছিলে।
Leave a Reply