আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকা ও সতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জেলা নির্বাচন অফিসার বাছাই সম্পন্ন করেছেন। জানা গেছে নাজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যুতে আগামি ১৬ মার্চ উপ-নির্বাচনকে কেন্দ্র করে সকল জল্পনা-কল্পনা শেষ করে অবশেষে নৌকার কান্ডারী হলেন ০৬নং নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোশারেফ হোসেন খান। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হিরুয়ার রহমান মোল্লা নৌকা প্রার্থীর প্রতিদন্ধীতা করবেন। ইং ২০ফেব্রæয়ারি পিরোজপুর জেলা নির্বাচন অফিসার মনোনয়ন ফরম যাচাই সম্পন্ন করে দুই প্রার্থীকে বহাল রাখেন। এ সময় বাছাই পূর্বে জেলা নির্বাচন অফিস চত্বরে দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায়। ইতমধ্যে উভয় প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহনে ব্যস্ত সময় পার করছেন। নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব সিদ্দিকুর রহমান এ প্রতিনিধিকে জানান, উপজেলায় মোট ০৯টি ইউনিয়নে ৭৪টি ভোট কেন্দ্র রয়েছে, যার প্রত্যেকটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী হাওয়া বইছে।
Leave a Reply