মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:- পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার উত্তর সোনাখালী গ্রামে স্কুল সংলগ্ন লোকালয় গড়ে তোলা ইটভাটা মালিক শাহ আলম গাজীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের দন্ডাদেশ দেয়া হয়। বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম এর নেতৃত্বে সোমবার বিকাল ৫ টায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, উপজেলার বাদুরতলী গ্রামের মৃত. সৈজদ্দিন গাজীর ছেলে প্রভাবশালী শাহ আলম গাজী উত্তর সোনাখালী গ্রামে লোকালয়ে ও প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে গত কয়েক বছর ধরে কাঠ দিয়ে অবৈধ ইটভাটা (পাঁজা) পুড়িয়ে আসছিলো।
এ ব্যপারে স্থানীয় বাসিন্ধা আঃ মালেক গাজীর ছেলে শাহ জালাল গাজী এলাকাবাসির অনুরোধে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছিলনা। তিনি বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল হালিম সংশ্লিষ্ট প্রশাসককে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়।
অপরদিকে অবৈধ ইটভাটা (পাঁজা) বন্ধের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি। এ ঘটনায় সম্প্রতি পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃতে শাহ আলম গাজীর অবৈধ ইটভাটা সহ ৩টি ইটভাটায় পানি দিয়ে কাঁচা ইট গুলিয়ে দেয়া হয়েছে। এর পরেও পুনরায় একই এলাকায় অবৈধ ইটভাটা শুরু করেন শাহ আলম গাজী। এ ঘটনায় নিরুপায় হয়ে শাহ জালাল গাজী উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবৈধ ইটভাটা কেন বন্ধ হবেনা মর্মে জবাব চেয়েছেন। সে আলোকে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে পূর্বের একাধিক বার মোবাইল র্কোট করা হয়েছিলো। এবার উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
Leave a Reply