আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) সকল ১০ঃ০০ টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে মধ্য রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, নোয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি এ এইচ,এম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, অশোক বিক্রয় চাকমা, কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশীদ, বীর মুক্তিযুদ্ধা আবদুল মোবারক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা এ,টি, এম, মোহিতুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিনসহ
প্রায় দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ভাষা হলো জাতির মেরুদণ্ড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মানুষের বা সম্প্রদায়ের ভাষা স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে। তাই দক্ষ শিক্ষক দিয়ে বাংলা ভাষার পাশাপাশি দেশে স্ব- স্ব জাতির মাতৃভাষা চালু করার আহ্বান জানান ।
অন্যদিকে, শহীদ মিনার ঘিরে কড়া নিরাপত্তায় দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply