নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে। শিক্ষাকে যুগোপযোগী করতে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তাকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। নারী শিক্ষা প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পহেলা জানুয়ারি থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তাক বিতরণ করা হয়েছে। শিক্ষকগণের পদমর্যাদা ও বেতনবৃদ্ধি করার পাশাপাশি তাঁদের মানোন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আর এসব কিছুই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত চিন্তাধারা।’
মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত পাঁচ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।
বুধবার সকালে মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে পরিচালনা পর্ষদরে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি আরও বলেন, ‘স্বাধীনতা পূর্ববর্তী ও স্বাধীনতা উত্তর বহুবাধা-বিপত্তি অতিক্রম করে ধর্য্য ধারণ, সকল সংকট মোকাবেলা করে, সাহসী নেতৃত্ব ও ভালবাসা দিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের চক্রান্ত করে মুক্তি যুদ্ধের চেতনাকে ধবংশ করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যা করে দেশকে একটি তাবেদারী রাষ্ট্রে পরিণত করে। দেশের সত্য ইতিহাস পাল্টিয়ে দিয়ে শিক্ষার্থীদের মাঝে মনগড়া ইতিহাস তুলে ধরে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করে, মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসের পুনরাবৃত্তিসহ দেশকে তরতর করে উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে।’
এতে বিশেষ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, সরকারী মাইকেল মধুসূধন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলী হাসান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান , পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
Leave a Reply