আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি;-
সভাপতি মাষ্টার কিশোর কুমার হালদার, প্রধান শিক্ষক ৯৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ীখালী। সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ কামরুল হাসান, সহকারি শিক্ষক ৪৪ নং চাঁদকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন, সহকারি শিক্ষক ৬৫ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর। ৫১ সদস্যবিশষ্ট কমিটি ঘোষণা করেন আ¦ায়ক প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয চিথলিয়ার অশোখ সিকদার। উপজেলা প্রাথমিক শ্ক্ষিক সমিতি হলে আবুর কালাম আজাদ গ্রæপের সকল শিক্ষকদের উপস্থিতিতে উক্ত কমিটি গঠন করা হয। নব নির্বাচিক সভাপতি/সাধারণ সম্পাদক এ প্রনিনিধিকে জানান, ২০১৪ সালে মেয়াদ শেষ হওয়ার পরে এ কমিটির আর কোন কার্যক্রম হয়নি। কিমিটী বিহনী দির্ধদিন থাকায় নেতৃবেৃন্দ নিষ্কৃয়ের পথে চলে গিয়েছিল। আজ ২৫ ফেব্রæয়ারি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কমিটিকে পুনরায় সচল করেছি।
Leave a Reply