আকরাম আলী ডাকুয়া, নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধিঃ-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৭নং সেখমাটিয়া ইউনিয়নের মিলন চক্রবর্তী(৪০), পিং- মৃত: রবীন্দ্রনাথ চক্রবর্তী জমি বিক্রির ও জমি জায়সুদের নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা বলে অভিযোগ উঠেছে। জানা গেছে একই ইউনিয়নের বড় আমতলা গ্রামের দেলোয়ার হোসেন শেখ (৪৮) এর নিকট হইতে ৯লক্ষ টাকা জমি বাবাদ চুক্তিপত্র করে নিয়েছে ও তার কন্যা সাথী আক্তার স্বামী মলয়েশিয়া প্রবাসী, তার নিকট হইতে ৯৫হাজার টাকা নিয়ে এখন গা-ঢাকা দিয়ে দিনের পর দিন চলছে। ধরা পাচ্ছে না ভুক্তভোগীরা চক্রবর্তীর টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দেলোয়ার শেখ বাদী হয়ে নাজিরপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলে জানায়। স্থানীয় ফরিদ শিকদরের নিকট হইতে ২বছর পূর্বে ৯লক্ষ টাকা ও মশিউর রহমান মিঠুর নিকট হইতে ২লক্ষ ৫০হাজার টাকা, আলমগীর হোসেন মোল্লার নিকট হইতে ১লক্ষ ১৫হাজার টাকা, আনোয়ার শেখ এর নিকট হইতে ৩লক্ষ ৩০ হাজার, ভ্যান চালক বাবু গাজীর নিকট হইতে ৩৭হাজার টাকা এছাড়াও বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের অর্থ উত্তোলন করে গা-ঢাকা দিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। ভুক্তভোগীরা টাকার দাবিতে বাড়ীতে গেলে ছাত্রলীগ নেতা ভুক্তভোগীদের শাসিয়ে, ভয় দেখিয়ে বাড়ী থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন। এ ব্যপারে ভুক্তভোগী ফরিদ শিকদার ও মশিউর রহমান মিঠু এ প্রতিনিধিকে জানান, ঐ মিলন চক্রবর্তী আমাদেরকে জমি দেখিয়ে টাকা নিয়ে ভারতে পাচার করে বাড়ী নির্মান করেছে বলে আমাদের ধরনা, আমরা এখন জমিও পাই না, জমির দলিল ও পাই না। যে কোন মুহুর্তে আমাদের টাকা না দিয়ে রাতের আঁধারে ভারতে চলে যাওয়ার সম্ভবান রহিয়াছে বলে জানায়। এ ব্যপারে তার ভাইয়ের ছেলে ছাত্রলীগ নেতা শান্ত চক্রবর্তীর নিকট নালিশ করলে তিনি শান্তনা না দিয়ে বাড়ীর ভিতরে ঢুকতে নিষেধ করেন, এবং ভয়-ভীতি দেন বলে ভুক্তভোগী সাথী আক্তার জানায়।
Leave a Reply