মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মঠবাড়িয়া পৌর শহরে পিরোজপুর ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসমসয় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শেখ এহসান কবির, মঠবাড়িয়া থানার পুলিশের একটি টিম।
পিরোজপুর ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া পৌর শহরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে পৌর শহরের হোটেল পট্টি এমাদুল হোটেলকে বাসি-পচা খাবার বিক্রির দায়ে ৪ হাজার, সদর রোডস্থ মুদি দোকানী মোস্তফাকে বিভিন্ন ব্রান্ডরোল পণ্য বিক্রির দায়ে ২ হাজার, ব্যাংপাড়া ভেজাল গুড়া মসলা (মরিচ) বিক্রির দায়ে বেল্লাল হোসেনকে ৭ হাজার এবং সাইদুল ইসলামকে ২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসাপ্রতিষ্ঠানকে বেজাল পণ্য বা খাদ্যদ্রব্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।
Leave a Reply