পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুরঃ
আমর জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ ” এ স্লোগানে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে চতুর্থ জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ (বুধবার) সকালে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও কর্মীরা পৃথক পৃথক ব্যানার ও র্যালি নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর রায়পুর উপজেলা ইনচার্জ ও জাতীয় বীমা দিবস উদযাপনের কো-অর্ডিনেটর মো. আনোয়ার হোসেন ঢালীর সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস । সভায় বক্তব্য প্রদান করেন, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার আমিনুর রহিম পাটোয়ারী। এছাড়াও বিভিন্ন কোম্পানির উপজেলার ইনচার্জ বৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
জাতীয় বীমা দিবসে উপজেলায় কর্মরত ১৫টি লাইফ ইনস্যুরেন্স ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply