মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেলা প্রতিনিধি;-
উৎসব মুখর পরিবেশে শরণখোলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) নির্বাচন সম্পন্ন হয়েছে।
৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা সমবায় সমিতির কার্যালয়ে ৭৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ জিয়াউল হাসান তেনজিন চেয়ার প্রতিক নিয়ে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দী আবুল হোসেন নান্টু আম প্রতিক নিয়ে ১৯ ভোট পান।
এদিকে সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোল্লা মিজানুর রহমান আনারস প্রতিক নিয়ে ৫২ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেমায়েত উদ্দিন আকন বই প্রতিক নিয়ে ২২ ভোট পায়।
নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন,৩ নং রায়েন্দা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী। ইউপি সদস্য সারোয়ার তালুকদার,হাসিবুর রহমান, সগীর পহলান,ছগির হোসেন প্রমুখ।
উল্লেখ্যঃ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫ জন।এর মধ্যে সভাপতি প্রার্থীর ৩ ভোট ও সহ সভাপতির ১ ভোট বাতিল ঘোষণা করা হয়।
Leave a Reply