মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী দুলালের নানা কু-কৃর্তির অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা অফিস থেকে তদন্তে আসলে দুলাল ও তার সহযোগীরা সাক্ষী এবং বাদীর ওপর হামলা চালায়। এ সময় একটি মোটরসাইকেল ভাংচুর করে এবং স্বাক্ষী ফিরোজকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
আহত ফিরোজ আহম্মেদ গত ৩ দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত ১৪ মার্চ উপজেলার পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষিকা। মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার অভিযোগের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৬৮ নং পূর্ব সেনের টিকিকাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা চালায় নৈশ গ্রহরী দুলাল। ওই শিক্ষিকা আদালতে মামলা করলে দুলাল ১৭ দিন জেল হাজতে থাকে। মামলাটি পিরোজপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালে চলমান আছে।
দপ্তরীর কাম নৈশ প্রহরী নিয়োগ নীতিমালা অনুচ্ছেদ ১০ এর উপ-অনুচ্ছেদ (খ) এবং ১১ এর (খ) ও (গ) উপ-অনুচ্ছেদ এর বিধি-বিধান অনুযায়ী আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত কর্মচারী ১৫ দিনের অধিককাল অনুপস্থিত থাকলে উক্ত ব্যক্তি কর্মের অবসান ঘটবে। কিন্তু অদৃশ্য কারণে জামিনে এসে আজও নৈশ প্রহরী দুলাল বহাল তবিয়াতে বিভিন্ন কু-কর্ম চালিয়ে যাচ্ছে। অভিযুক্ত নৈশ প্রহরী দুলালের মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পিরোজপুর জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, দুলালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উধ্বর্তন কর্তৃপক্ষেকে সুপারিশ করা হবে।
Leave a Reply