পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহম্মেদ।
শুক্রবার রাতে পৌর শহরের ব্যাংকপাড়া দলীয় কার্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু হানিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জুলহাস শাহীন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা তৌহিদ সোহেল, ছাত্রলীগ নেতা আবু ইউসুব রায়হান, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ। দোয়া পরিচালনা করেন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম।
Leave a Reply