আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ২০২২ সালের সাজানো মিথ্যা গায়েবী নাশকতা মামলায় নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন শতাধিক বিএনপি নেতা-কর্মীরা। আজ ৩০ মার্চ পিরোজপুর জেলা বিজ্ঞ আদালতে পবিত্র রমজান মাসে সিয়াম পালন করে অত্যান্ত কষ্ট করে দেশের বিভিন্ন স্থান থেকে নিজ কর্ম ফেলে রেখে কোর্টের হাজিরা দিতে ছুটে এসেছেন বিএনপি নেতা-কর্মীরা। আর এর সঙ্গে আছে অনেক ভ্যান চালক, দিনমজুর ও রুগ্ন বৃদ্ধ। এ বিষয়ে উপজেলা বিএনপির নব নির্বাচিত আহŸায়ক আয়কর আইনজীবি ও আয়কর সমিতির সাবেক মহাসচিব এ্যাড: মিজানুর রহমান দুলাল এ প্রতিনিধিকে বলেন, দল করি মানুষের স্বার্থে, জনগণকে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আজ দেশ কোন দিকে ধাবিত হচ্ছে তা জাতির সামনে ষ্পষ্ট। আজকে এই মামলায় যদি একজন ভ্যান চালক, যদি একজন দিনমজুর আমাদের সঙ্গে মাসের পর মাস নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন কিন্তু মামলার কোন অগ্রগতি নেই। গত ৮সেপ্টেম্বর ২০২২ তারিখে নাজিরপুর উপজেলা বিএনপির নিজ দলীয় কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে গিয়ে আওয়ামীলীগের স্বশস্ত্র বাহীনির তান্ডবে বিএনপি অফিস ভাংচুর সহ অর্ধ শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগের অতর্কিত হামলায় আহত হওয়ার পরেও আওয়ামীলীগ বিএনপির বিরুদ্ধে মিথ্যা, সাজানো, বানোয়াট গায়েবী নাশকতার মামলা দিয়ে হয়রানি করে আসছে। দেশ তো এখন ন্যয় বিচার থেকে অনেক দূরে, তাই আল্লাহই এর উপযুক্ত ফয়সালা দিবেন। আর অসহায় মজলুম নেতা-কর্মীরা মিথ্যা মামলায় পরে নিজের পরিবার পরিজনকে নিয়ে দুর্ভিশহ জীবন কাটাচ্ছে। মালার হাজিরার সাপোর্ট সিনিয়র নেতা-কর্মীরা বহন করলেও তাদের পরিবার-পরিজনদের নিয়ে ঐ সকল নেতা-কর্মীরা এখন দিশেহারা।
Leave a Reply