রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর পৌরসভার খোয়ারপাড়ে ১০০ পিস ইয়াবাসহে এক মাদক ব্যবসায়ীকে আটক
করছে র্যাব-১৪। শনিবার( ১ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার
খোয়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুর পৌরসভার নারায়নপুর এলাকার মৃত পিযুষ
কান্তি দত্তের ছেলে পার্থ দত্ত (৩২)।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর
নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন শেরপুর
পৌরসভার খোয়ারপাড় মেসার্স দুলাল ট্রেডার্স এর সামনে অভিযান পরিচালনা করে
ইয়াবাসহ আটক করেন।
র্যাব-১৪ এক সংবাদ সম্মেলনে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল
সাড়ে পাঁচটার দিকে শেরপুর পৌরসভার খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে পার্থ
দত্ত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় আসামীদের কাছ থেকে
একশত পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সেট এবং ৭০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা বলে
জানিয়েছেন র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং অনুসন্ধানে জানা যায় যে,
তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও
সরবরাহ করে আসছিল। অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply