আকরাম আলী ডাকুয়া: নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি;-
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর চৌরুঙ্গীর মোড়ে সকাল সাড়ে ১১ টায় নাজিরপুর কলেজ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথম আলোর সম্পাদককে গ্রেফতার ও পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেন। জানা গেছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মহান স্বাধীনতা দিবস নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করায় দেশের সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠেছে। উক্ত মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস ও সাধারণ সম্পাদক শেখ আলামিন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শান্ত ইসলাম শোভন, ছাত্রলীগ নেতা পল্লব পাগল প্রমুখ। উক্ত মানবন্ধনে অংশগ্রহন করে উপজেলা ছাত্রলীগের সভাপতি বক্তৃতায় বলেন, এই প্রথম আলোর সম্পাদক একবার জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস টু ফরমুলা নিয়ে দলের মধ্যে বিভাজন করার পায়তারা করেছে। এতে সাংবাদিকতার মহান পেশাকে হলুদ সাংবাদিকতায় রুপান্তরিত করছে ঐ সম্পাদক। অন্যান্য বক্তারা প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি করেন।
Leave a Reply