মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ টি ইউনিয়নে রোববার সকালে ২ হাজার ৩০২ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে ২ মাসের ভিজিডি‘র ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে এসকল চাল নিম্নমানের হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সুবিধা ভোগীরা। চাল বিতরণ কালে ব্যাপক হৈচৈ করতে দেখা গেছে তাদের।
রোববার সকালে মঠবাড়িয়া সদর ইউনয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কালে সরেজমিনে দেখা গেছে, সুবিধা ভোগীরা ব্যাপক হৈচৈ করছে। প্রতিজন সুবিধা ভোগীর হাতে দুটি বস্তায় ৬০ কেজি চাল তুলে দেয়া হয়েছে। বস্তা খুলে তারা দেখতে পান চাল লালছে ভাব এবং পোঁকার চাক বেধে যাওয়া। নাকের কাছে নিলে এক ধরণের ভেপষা গন্ধ আসছে।
দক্ষিণ মিঠাখালী গ্রামের স্বামী পরিত্যাক্তা শিউলী বেগম (৪০), বিধাব কারিমা বেগম (৪০) জানান, চাল খুবই খারাপ। এ চালের রান্না করা ভাত খেতে যে কারো কষ্ট হবে। তাছাড়া দীর্ঘ সময় রাখাও সম্ভব হবে না। এ চাল মাছের খাবার বা বিভিন্ন পশুর খাবার হিসেবে ব্যাবহার করা ছাড়া উপায় নেই। তারা ক্ষোভের সাথে আরও বলেন, সরকারের পক্ষ থেকে বিশেষ একটা সুবিধা দেয়া হলো কিন্তু সোই সুবিধা আমাদেও কোন কাজে আসলো না। ভবিষ্যৎে যেন ভালো মানের চাল দেয়া হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
নিন্মমানের চাল কিভাবে আসলো এমন প্রশ্নের উত্তর খুঁজতে একাধিক কর্মকর্তার কাছে প্রশ্ন করলে তারা বিভিন্ন অযুহাতে বিষয়টি এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বিষয়টি দুঃখজনক বলে জানিয়েছেন, আগামী দিন গুলোতে সুবিধাভোগিরা যাতে ভালো মানের চাল পান সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
Leave a Reply