আকরাম আলী ডকুয়া; নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের নাজিরপুরে আবারও নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক কেড়ে নিল চাষী কামরুলের প্রাণ। জানা গেছে তীব্র গরমে সকালে সূর্য ওঠার আগেই ইরিধান কাটতে কাস্তে হাতে নিয়ে মাঠে যাওয়ার পথে উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা কলেজ মোড়ে কাক ডাকা ভোরে কৃষক কামরুল (৫২) পৌছাইলে বে-পরোয়া গাড়ীর চাঁপায় পড়ে ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কামরুল রাস্তার পাশ থেকে মাঠে যাওয়ার সময় ঘাতক বে-পরোয়া গাড়ী কামরুলকে চাঁপা দিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনা শব্দ শুনে ঘটনাস্থলে আসার পূর্বেই ঘাতক ড্রাইভার গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ায় গাড়ী সনাক্ত করা যায়নি। স্থানীয় ইউপি সদস্য লিপু শরীফ ও মৃত: কামরুলের ছেলে ইলিয়াস এ প্রতিনিধিকে জানায় কোন গাড়ী মেরেছে আমরা তা দেখিনি, স্থানীয় কতিপয় লোক দূর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে আসে এবং আমাদের সংবাদ দিলে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে কামরুলের মৃতদেহ দেখতে পাই। বিষয়টি মাটিভাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে ফোন করে জানাইলে কর্তব্যরত পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার ও তার সঙ্গীয় ফোর্স অফিসার সহ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন এবং কামরুলের মৃত্যু দেহ উদ্ধার করে নাজিরপুর থানায় নিয়ে আসলে অফিসার ইনচার্জ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেন। অপর দিকে ঘাতক গাড়ী সনাক্তের জন্য অভিযান অব্যহত রয়েছে। তবে মাটিভাঙ্গা পুলিশ পরিদর্শক এ প্রতিনিধিকে জানান, ঘাতক গাড়ী ধরতে আমরা স্বক্ষম হবো, গাড়ী আটকের চেষ্টা চলছে।
Leave a Reply