বান্দরবান জেলা প্রতিনিধি;-
বাংলাদেশ আওয়ামী লীগ, বান্দরবানে আলীকদম উপজেলা শাখার ত্রি-বার্সিক সম্মেলন ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে সভাপতি পদে জনাব মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি পদে জনাব দুংরি মং মার্মা, সাধারণ সম্পাদক পদে বাবু অংশে থোয়াই মার্মা
নির্বাচিত হয়েছে।
আজ ১২ এপ্রিল ২০২৩ইং বুধবার দুপুর ২ ঘটিকায় আলীকদম আদর্শ সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে বান্দরবান আলীকদম উপজেলা আওয়ামী লীগের বিশাল সম্মেলন ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, ছাত্র লীগ, মহিলা লীগ, যুব লীগ, শ্রমীক লীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় সহযোগীসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে যোগদান করেন।
অনুষ্ঠানে জাতীয় পতাক ও দলীয় পতাক উত্তোল, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্সিক সম্মেলনের প্রথম পর্ব শুরু করা হয়।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জনাব জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব বাবু লক্ষীপদ দাশ, পার্বত্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব চৌধুরী প্রকাশ বড়ুয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
প্রধান বক্তা, পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বান্দরবান পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ ইসলাম বেবীসহ আরও অনেকে বক্তব্য রাখেন
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব মোঃ কামরুল হাসান টিপুসহ ইউনিয়ন, উপজেলা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন দলের গতিপথকে বৃদ্ধির ও দলকে শক্তি শালী করতে হলে সবাই কাধে কাধে মিলে এক সাথে কাজ করে যেতে হবে।
দ্বিতীয় পর্বে সম্মেলনের কাউন্সিলর দের মতামতের ভিত্তিতে ও জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তে উপরোক্ত কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি নিজে।
Leave a Reply