1. admin@danikagonikontho.com : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ক্যান্সারে আক্রান্ত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু মৌ মধুবন্তীর একগুচ্ছ গান স্মার্ট বাংলাদেশের সাথে জ্ঞানে ও প্রযুক্তিতে শিক্ষার্থীরাও স্মার্ট হবে,- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য শেরপুর নালিতাবাড়ীতে বৃষ্টির জন্য নামাজ আদায় নকলায় জতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন মণিরামপুরের সাবেক ছাত্রলীগ নেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন সুবর্ণচরে অগ্নিকাণ্ডে নিশ্ব পরিবার,খোলা আকাশের নিচে ঠাঁই নাজিরপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত – লায়ন নুর ইসলাম ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদকদের পূর্ণমিলনী অনুষ্ঠিত

শেরপুরের জিনাফ কর্তৃক বিনা সুদে ঋন পেলেন ১২ জন

  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৯ বার পঠিত

রাকিবৃল আওয়াল পাপুল , শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে যোগিনীমুরা হাছান নুরুল নাহার ফাউন্ডেশন ( জিনাফ) এর অর্থায়নে অসহায় স্বল্প আয়ের মানুষের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। শনিবার (১৫এপ্রিল ) দুপুরে যোগিনীমুরা পীরসাববাড়ী ১২ জন উপকারভোগীর মধ্যে ১লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এর মধ্যে প্রথম ধাপে ১২ জনকে প্রত্যেককে ১০ হাজার করে এক লাখ ২০হাজার টাকা দিয়েছেন। তাদের এই ঋণ সামনের বছর এপ্রিলের ১৫ তারিখ সুদ ও সার্ভিস চার্জমুক্ত পরিশোধ করতে হবে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে যোগিনীমুরা হাছান নুরুল নাহার ফাউন্ডেশন সভাপতি ডা: বেলাল আহাম্মদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আবু রাশেদ মাে: বাকের।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মো: আবু বকর, আলহাজ্ব মো: আতাউর রহমান, আলহাজ্ব নূর মোহাম্মদ, আলহাজ্ব মো:লুৎফর রহমান মন্ডল, ছামিদুল হক , মো: খোরশেদ আলম ও অন্যান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

সিনিয়র সহকারী পরিচালক এম আর এ মো. আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চান মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন এবং সিনিয়ার অফিসার আমির হোসেন আনোয়ার প্রমুখ।

ঋণ পেয়ে যোগিনীমুরা রফিক মিয়া বলেন, ‘এমন টাইমে এই টেহাগুলি পাইছি, এই গুলি দিয়া ক্ষেতে ইরিধানের সারও সেচের ভাড়া দিতে পারমু। আমাদের এই টাহার জন্য কোন সুদ দেওয়া লাগব না।

সভাপতি ডা: বেলাল আহাম্মদ বলেন, জিনাফের মাধ্যমে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমাদের এই ঋণের মাধ্যমে অসহায় ও হতদরিদ্রদের সহায়তা হবে। তাদের এই পরিশোধের কোন চাপ বা সুদ নেই। আমাদের লক্ষ অসহায় ও সুবিধাবঞ্চিত লোককে সেবা করা।

প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আবু রাশেদ মাে: বাকের বলেন, মহান আল্লাহ কোরআনে বলেছেন সুদ হারাম ব্যবসা হালাল। আমাদের চারদিকে দেখা যায় সুদকে অনেকেই হালাল করে নিয়েছে। অসহায় মানুষেরা সুদ ছাড়া নিবে সুদ ছাড়া দিবে সেটাকে কোরআনে বলা হয়েছে করজে হাসানা এর অর্থ হলো, সমাজের ঋণগ্রস্ত মানুষের একটি প্রয়োজন পূর্ণ করা। সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বা প্রতিষ্ঠানের নানা সময়ে নানা কারণে সাময়িক ঋণ গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে। এই করজে হাসানার মাধ্যমে তাদের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD