আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭এপ্রিল) সকাল ১১টায় সোনাপুর ইউনিয়ন পরিষদে ২০৭০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম করা হয়। চাল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপকার ভোগীরা। চাল বিতরণ কার্যক্রম মুহূর্তে উপস্থিত ছিলেন, উপজেলা ট্যাগ অফিসার ফয়েজুন নেছা পান্না,সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মেম্বার এসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার আহবায়ক,রিয়াজ উদ্দিন,ইউপি সচিব, মামুনুর রশিদ প্রমুখ।
এসময় ইউসুফ জালাল কিসমত বলেন, অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী আমরা উপকার ভোগী নিম্ন আয়ের মানুষদের মাঝে বরাদ্দ সঠিকভাবে করছি।
Leave a Reply