আকরাম আলী ডাকুয়া;নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউপি উপ-নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস। সোমবার (০৮মে) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ ওই তথ্য নিশ্চিত করে জানান, ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন অফিসার আরো জানান, এর আগে গত ২৭ এপ্রিল নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয় ও জমাদানের শেষ দিনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: তানভীর হাসান ডালিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান প্রায়ত আনোয়ার হোসেন সিকদারের কনিষ্ঠ পুত্র মো. রাসেল শিকদার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস, উপজেলার সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমান খান টুবুল, ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. এজাজ খান, এ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৫ মে ওই ইউনিয়নের ৮ হাজার ৪৫৬ জন পুরুষ ও ৮ হাজার ৩৮৯ জন নারী ভোটার ইভিএম এর মাধ্যমে ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে হিন্দু ভোটার ৩ হাজার ২০০ রয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, দলের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে এবং দলীয় হাইকমান্ডের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সাথে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন প্রদান করেছেন। এ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেন, গত ইউপি নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে যখন নির্বাচন করেছিলেন, তখন দল থেকে কারণদর্শানোর চিঠি পেয়েও প্রত্যাহার করেন নি, এখন উপ-নির্বাচনে কেনইবা এ সিদ্ধান্ত নিলেন আর কেনইবা মনোনয়ন দাখিল করে প্রত্যাহার করলেন? এর ভিতরে না জানি কোন কারণ রয়েছে।
Leave a Reply