আকরাম আলী ডাকুয়া, নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আজ ৯মে উপজেলা নির্বাচন অফিসার ৫ প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন। এ সময় নাজিরপুর থানার অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। প্রতীক বরাদ্দের পূর্বে অফিসার ইনচার্জ হুমায়ুন কবির প্রার্থীদের উদ্দেশ্যে আইন-সৃঙ্খলা রক্ষার স্বার্থে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সকল প্রার্থীর প্রতি নির্বাচনী আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাচন অফিসার শাহীন শরীফ সকল প্রার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, এমন একটি নির্বাচন আমরা করতে চাই, যেই নির্বাচনে সাধরণ ভোটাররা উৎফুল্লভাবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন। সহিংশতা, সংঘাত দ্বিধা দন্দ ভুলে ভোটারদের কাছে সকল প্রার্থী শান্তিপূর্ণ উপায়ে ভোট প্রার্থনা করবেন এবং নির্বাচনী বিধি বিধান মেনে প্রচার-প্রচারনা চালাবেন। এ সময় সকল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। যার মধ্যে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতীক পেলে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান ডালিম, স্বতন্ত্র প্রার্থী প্রায়ত সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সিকদারের কনিষ্ঠ পুত্র রাসেল সিকদার পেলেন ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার পেলেন মোটরসাইকেল, স্বতন্ত্র প্রার্থী নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান টুবুল পেলেন চশমা, ইসলামী শাসনতন্ত্রের মনোনিত প্রার্থী এজাজ খান পেলেন হাতপাখা। আজ ৯মে দুপুর ২টা থেকে প্রার্থীদের প্রচার-প্রচারনা শুরু হবে এবং প্রতিদিন রাত ৮টার মধ্যে সকল প্রচার-প্রচারনা কার্যক্রম বন্ধ রাখতে হবে। আগামি ২৫ মে সাধারণ ভোটারদের নিকট থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply