বিনোদন প্রতিবেদক:- বুকের মধ্যখানে হৃদয় জুড়ে বাংলা ভাষার প্রতি আকাশের মতো অসীম অনুরাগ কবি ও কথা সাহিত্যিক মৌ মধুবন্তী’র। সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ সম্পর্কে বাংলা ভাষার পাঠকেরা ইতিমধ্যে অবগত হয়েছেন। তার কবিতা পাঠে পাঠক হন বিমুগ্ধ, গল্প পাঠে পাঠকের মনে ঘোরের তৈরি হয়; আর গান- শ্রোতার হৃদয়খানি স্পর্শ করে।
মৌ মধুবন্তী হৃদয়ের সমস্ত আবেগ দিয়ে রচনা করেন গল্প, কবিতা, গান। গানের শব্দ চয়ন, ছন্দে মাত্রার সঠিক ব্যবহার, অন্ত্যমিল মৌ মধুবন্তীর প্রতিভার স্বাক্ষর বহন করে। অহর্নিশ অডিও থেকে প্রকাশিত তার গান সমূহে কন্ঠ দিয়েছেন শান, সাব্বির, অবন্তী, ঝিলিক, পারমিতা হক কঙ্কন সহ দেশের জনপ্রিয় শিল্পীরা।
এ প্রতিবেদককে মৌ মধুবন্তী বলেন, বুকের তাজা রক্তে কেনা বাংলা ভাষা আমার মাতৃভাষা এটি আমার জন্য গর্বের। আমি মায়ের ভাষায় লেখালেখি করতে বেশ ভালোবাসি। তিনি আরো বলেন, বাংলা সাহিত্যের প্রতি বুকে পুষি অতল ভালোবাসা। তাইতো বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় শব্দ বুনন করি। এছাড়াও মৌ মধুবন্তী বলেন, “অক্ষরবৃত্তের পদাবলি” নামে আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশের কাজ চলছে এবং খুব শীঘ্রই শ্রোতাদেরকে আরো কিছু গান উপহার দিতে পারবো বলে আশাবাদী।
Leave a Reply