শিরোনামঃ আমি শালা স্বার্থপর
কলমেঃ-©️ কবির সুমন
এই কবিতা, তোমার সাথে
আরো অনেকের সাথেই
শতভাগ মিলবে।
গলা ফাটিয়ে বলছি;
আমি শালা একটা স্বার্থপর।
এসব কথা অবশ্য, বাহাবা পাবার
যোগ্যতা রাখে না;
আর রাখবেই বা কি ভাবে
নিষ্ঠীবন মধু চেটে চেটে খাই
এ জন্যই আমি স্বার্থপর।
নিজের চাওয়া, শুধু চাই
রাজপথে,অলিগলিতে
অন্ধকারে বা আলোতে।
নর কিংবা নারীতে আসক্ত
আমি শালা সময়ে স্বার্থপর।
জীবনের গতিপথে, পরতে পরতে
নিজের, অনেকের, ভয়ঙ্কর
গল্প, কবিতা, উপন্যাস।
কারো জীবনে আষাঢ়
আর কারো সর্বনাশ।
সুতরাং আমি স্বার্থপর
বেঁচে থাকা, অশ্রু টলটল।
জীবন টা শালা স্বার্থপর
আমি স্বার্থপর, তুমি নয় বন্ধু –
আমি হলাম, মারাত্মক স্বার্থপর।
Leave a Reply