রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি :
আজ ১২ মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো: মেরাজ উদ্দিন। এসময় সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন, শেরপুর জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতিসহ শাহরিয়ার শাকির ও সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, মহিলা বিষয়ক সম্পাদক ববি রাণী রয়, শেখ সাইদ আহমেদ সাবাব, শরিফুর রহমান প্রমুখ।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, দেশি ও বিদেশি পাখির অভয়ারণ্য গড়ে তুলতে সবুজায়ন বৃদ্ধি, নদী,বিল ও জলাশয় সংরক্ষণ জরুরি।
অবাধে পাখি নিধন বন্ধ করতে হবে। শেরপুরের গারো পাহাড়ে পাখির সংখ্যা বাড়াতে দেশীয় ফলের গাছ লাগাতে হবে। আকাশমণি ও ইউক্লিপটাসসহ ক্ষতিকর গাছ কেটে নতুন করে দেশীয় ফুল, ফলসহ অন্যান্য গাছ লাগাতে হবে।
Leave a Reply