পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এ প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার ৪৫ টি মাধ্যমি বিদ্যালয় ও ৮ টি কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অলী আহাদ।
শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মিরুখালী স্কুর এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. শাহ জালাল, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাশেদ হাওলাদার প্রমুখ।
Leave a Reply