সুবর্ণচর প্রতিনিধি: কবিতার মতো সুন্দর নোয়াখালীর সুবর্ণচর উপজেলাটি। এখানে মানুষের প্রতি মানুষের সীমাহীন দরদ। সর্বোপরি এই যেন এক সুখের ঠিকাণা। যে সুখের নেই কোন তুলনা। দিন হতে দিন সুবর্ণচর অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হচ্ছে। এর অনেকগুলো কারণের মধ্যে প্রবাসী আয় অন্যতম।
বিগত ২০ কিংবা ২৫ বছর পূর্বেও এখানেতে ছোট ছোট কুড়ে ঘর দেখা যেত। সন্ধ্যা রাতে মিটিমিটি করে পিদিম জ্বলতো। আজ সেই সব অতীত। বর্তমানে বহু বাড়িতে অট্টালিকা শোভা পাচ্ছে। যাদের বাড়িতে অট্টালিকা তাদের সিংহভাগ প্রবাসী। এতদ্ব অঞ্চলের যুব সমাজের জীবিকা অর্জনের জন্য প্রবাসে যাওয়ার আগ্রহ ব্যাপক।
তবে সকল প্রবাসী আবার সফল নয়। কিন্তু কেন ? এ বিষয়ে ওমানে প্রতিষ্ঠিত সুবর্ণচরের কৃতী সন্তান আবুল হোসেন মোহাম্মদ যিনি এমএএইচ ইন্টারন্যাশনাল গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান তিনি বলেন, কাজ শিখে আসা প্রবাসীর কদর ওমানে সহ পৃথিবীর সকল দেশে রয়েছে। এবং প্রবাসে পরিশ্রমী মানুষেরও কদর আছে। তিনি আরো বলেন, প্রবাসে ধৈর্য একটি বড় গুণ। রাতারাতি বড় হওয়ার সুযোগ খুব একটা নেই। এছাড়াও আবুল হোসেন মোহাম্মদ বলেন, আমাদেরকে তাকদিরে বিশ্বাস স্থাপন করতে হবে।
Leave a Reply