পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মোল্লারহাট নামক স্থানে রড বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজ বিধ্বস্ত হয়ে খালে পরেছে। বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ফলে পাথরঘাটার সাথে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকেই চালক ও হেলপার পালিয়ে যায়। দীর্ঘ বছর ধরে এ ব্রিজটি টুকিটাকি মেরামত ওপর দিয়ে চলছিলো।
জানাগেছে, সকালে ঢাকা থেকে একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৪৪৯২) মঠবাড়িয়া পৌর শহর আসে। সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শ্রমিকরা ট্রাকটিকে শহর থেকে ঘুড়াতে না দেয়ায় প্রায় এক কিলোমিটার দুরে মোল্লারহাট নামক থেকে ট্রাকটি ঘুরানোর জন্য ওই বেইলী ব্রীজের ওপর উঠলেই হঠাৎ দুর্বল সেতুটি ভেঙ্গে ডেবে যায়। এ সময় সেতুর দুই দিকে শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
স্থানীয় অটো চালক জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, ভারী ট্রাক দেখে আমি ব্রিজে উঠতে বার-বার নিষেধ করেছি। কিন্তু আমার মতো অটো চালকের কথা না শুনে ব্রিজে উঠে পরে। এতে ব্রিজের নিচের এ্যাঙেল ও পাটাতন ভেঙে ট্রাকের পিছনের চারটি চাকাই খালের পানি ছুই-ছুই মিশে গেছে। তিনি ধরণা করছেন আগামী দুই দিনেও ব্রিজটি সংস্কার কার সম্ভব হবে না।
পাথরঘাটা থেকে থেকে আসা বনফুল পরিবহনের সুপার ভাইজার কবির হোসেন বলেন, ব্রিজের গোড়াই সরকারি নির্দেশনা রয়েছে ৫ টনের বেশী ওজনের যান বহন ব্রিজে ওঠা নিষেধ। অথচ প্রায় ৩০ টন রড বোঝাই ট্রাকটি ব্রিজে ওঠার কারনে ব্রিজটি ভেঙে গেল। শতশত গাড়ী দু’পাশে আটকে গেল।
পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, রড বোঝাই ট্রাকটি দ্রুত অপসারণ করে ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার জোর চেষ্টা চলছে।
Leave a Reply