জমির উদ্দিন, বান্দরবান জেলা প্রতিনিধি;-
আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে প্রত্যন্ত এলাকায় উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করেন মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
শুক্রবার (১৯ মে ২০২৩ইং) সকাল ১১ টায় আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্তরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রত্যন্ত এলাকায় ৩শত ৩৮ পরিবারের শীর্ষক প্রকল্প ২এর আওতায় উপকার ভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, অনুষ্ঠানের সঞ্চালনা করেন চৈক্ষ্যং ইউপি সদস্য, চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহাজান সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিখিল কুমার চাকমা চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,মোঃ হারুন অর রশীদ উপ-সচিব,সদস্য বাস্তবায়ন ও প্রকল্প পরিচালক সোলার প্যানেল,মোঃ আবু বিন মোহাম্মদ ইয়াছিন আরাফাত নির্বাহী প্রকৌশলী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,লুৎফর রহমান উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ, লক্ষীপদ দাশ (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক বান্দরবান জেলা আওয়ামীলীগ,সদস্য বান্দরবান জেলা পরিষদ,মোজাম্মেল হক বাহাদুর যুগ্ম সাধারণ সম্পাদক বান্দরবান জেলা আওয়ামীলীগ ও সদস্য বান্দরবান জেলা পরিষদ,বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মোঃ সোয়াইব, আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ নাছির সরকার,বাংলাদেশ আওয়ামীলীগ আলীকদম উপজেলা শাখার বিপ্লবী সভাপতি মোঃ জামাল উদ্দীন এমএ,সিঃ সভাপতি ও জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মাসহ জেলা উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোলার হোম সিস্টেম বিতরণের সময় মাননীয় মন্ত্রী মহোদয় বলেন দুর্গম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় কোন বাড়ি অন্ধকারে থাকবে না। সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে মাধ্যমে প্রত্যন্ত এলাকা গুলোতে এইপর্যন্ত ১৪ হাজার সোলার হোম সিস্টেম বিতরণ হয়েছে।
Leave a Reply