রাকিবুল আওয়াল পাপুল শেরপুর জেলা প্রতিনিধি :
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল সারে চারটায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিকের সভাপতিত্বে
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ছানোয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলসহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে।
Leave a Reply