আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর ইউনিয়নে আগামি ২৫ মে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ৫ প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আজ ২৩ মে মঙ্গলবার দুপুর ৩টায় আইন সৃঙ্খলার বৈঠক হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান ও জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীন শরীফ, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, নাজিরপুর থানা প্রমুখ। প্রধান অতিথি ৫ প্রার্থীর পৃথক পৃথক বক্তব্য শ্রবন করেন এবং দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নিকট থেকেও বক্তব্য শ্রবন করেন। এক পর্যায়ে প্রার্থীদের বক্তব্যের মধ্যে ইসলামি শাসনতন্ত্র হাতপাখা মার্কার এজজ খান তার বক্তব্যে বলেন, ক্ষমতাসীন দলের নৌকা প্রার্থীর কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হুমকি-ধামকি ও ভয়-ভীতি দিয়ে আসছে। এ ব্যপারে লিখিত অভিযোগ বিভিন্ন দপ্তরে দাখিল করেছেন বলে তার বক্তব্যে উপস্থাপন করেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী রাসেল সিকদার ঘোড়া প্রতীক নিয়ে, নির্বাচন করছেন। তার বক্তব্যে আওয়ামীলীগের নৌকা প্রার্থীর পক্ষে বহিরাগতদের অবৈধ ভাবে নির্বাচনী প্রাচারনা ও সাধারণ ভোটারদের মাঝে আতংক সৃষ্টির অভিযোগ উত্তোলন করেন এবং আরো বলেন লেভেল প্লেয়িং ফিল্ড করতে হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন। প্রার্থীদের বক্তব্য শেষে জেলা পুলিশ সুপার প্রার্থীদের ও প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার আহŸান করেন এবং বলেন, আইন-সৃঙ্খলা বিঘœকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনকে কোন প্রকার কলঙ্কিত করা যাবে না।
Leave a Reply