মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি:- আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) বিকেলে মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী যুবলীগ অফিস চত্বরে থেকে শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও মিরুখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ খান এর নেতৃত্বে মিছিলটি মঠবাড়িয়া পৌর শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষ ব্যাংক পাড়া মঠবাড়ীয়া উপজেলা যুবলীগ কার্যলয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ বক্তব্য রাখেন, যুবলীগের সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু ইউসুফ রায়হানসহ উপজেলা ও পৌর যুবলীগ নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অপরাধে গ্রেফতারকৃত বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে শুধু গ্রেফতার করলেই হবে না, চাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
Leave a Reply