মোঃ মোশাররফ হোসেন মনির
বাগেরহাট জেলা প্রতিনিধি,,,
মোরেলগঞ্জ ও শরণখোলা ৪৫ জন অসুস্থ ও দুস্থ্য পরিবার পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক। রবিবার দুপুরে এ চেক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি
মোরেলগঞ্জ ও শরখোলা উপজেলার ৪৫ জনকে চিকিৎসা সহায়তা ৩০, ৪০ ৫০ হাজার টাকা করে ২০ লাখ ৩০ হাজার টাকার প্রধানমন্ত্রী দপ্তরের আর্থিক চেক প্রদান করা হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগ, উপজেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন সহ সাংবাদিকবৃন্দ এ বিতরণকালে উপস্থিত ছিলেন।
বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই এভাবেই অসহায় দুস্থরা সহায়তা পেয়ে আসছেন। বিগত কোন সরকারের আমলে এ সহায়তা প্রদান করা হয়নি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলে দোয়া করবেন।
Leave a Reply