কয়রা(খুলনা)প্রতিনিধিঃ- কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল ৩০ মে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম)। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ্ব আঃ সামাদ গাজী, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাইদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী,শেখ মনিরুজ্জামান মনু,দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম,বাংলাদেশ স্কাউট কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,প্যানেল চেয়ারম্যান মহসিষ সরদার,আঃ সালাম খাঁ প্রমুখ। পরে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply