পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া প্রতিনিধি:-
পিরোজপুরের সর্ব বৃহত্তর মঠবাড়িয়া পৌরসভার নবনিযুক্ত প্রশাসক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফ উল হক-কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন স্তরের জনগণ গণসংবর্ধনা অনুষ্ঠানকে জনসমুদ্রে পরিণত করে।
সোমবার (২৯ মে) বিকাল ৪টায় পৌরসভার চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ এ গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিনের সঞ্চালনায় সাবেক পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা প্রধান অতিথিকে এবং নবনিযুক্ত পৌর প্রশাসককে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন।
Leave a Reply