পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মঠবাড়িয়া পৌসভায় ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর সভার ১ থেকে ৫ নং ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে এ টিসিবি পন্য ব্ক্রিয় করা হয়।
মঠবাড়িয়া পৌরসভা চত্বরে টসিবি পন্য ব্ক্রিয়ের উদ্বোধন করেন, পৌর প্রশাসক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফ উল হক। এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ আর রশিদ, নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, কর কর্মকর্ত মোঃ মনিরুজ্জামান, বস্তি উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সাবেক কাউন্সিলরবৃন্দ ও পৌর সভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ১২০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন।
পৌর প্রশাসক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফ উল হক বলেন, পেল সভায় মোট সুবিধাভোগী হলো ২ হাজার জন। আজ ৭‘শ জনের মধ্যে টিসিবি পন্য বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ড ও বাকী সুবিধাভোগীদের মাঝে এ পণ্য বিক্রয় করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পূর্বের মতো মঠবাড়িয়ায় ১৪ হাজার জন ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য ডিলারের মাধ্যমে বিক্রয় করছে। তিনি আরও বলেন, সরকারের মানবিক এ কার্যক্রম অব্যহত থাকবে।
Leave a Reply