পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া প্রতিনিধি: দৈনিক মানবজমিন ও ৭১ টিভি’র বকশিগঞ্জ উপজেলার প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গণমাধ্যমকর্মীরা।
শনিবার (১৭ জুন) সকাল ৯ টার দিকে মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় মানবজমিন এর মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক কামরুল আকন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আইয়ুব আলী, সহ-সভাপতি ও মঠবাড়িয়া উপজেলার ৭১ টিভি এর প্রতিনিধি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মর্তুজা হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা রোজি, নির্বাহী সদস্য সাইদুর রহমান,সদস্য শাহাদাৎ ফরাজী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নাদিম হত্যাকান্ড স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি নাদিম হত্যার মূল হোতা চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুসহ ১০ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকরা যখনই সাহস করে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে, তখন তাদের ওপর নির্যাতন, মামলা-হামলা শুরু হয়। সাংবাদিক গুম-খুন হয়। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাংবাদিক নাদিমকে হত্যা করে।
Leave a Reply