পীরজাদা মোঃ মাসুদ হোসাইন
রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি ঃ
নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে ৬৩ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৯৯০ টাকার প্রস্তাবিত আয় ও ব্যয়ের বাজেট ঘোষণা করেন মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ১২ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা। উন্নয়ন অনুদান ৫০ কোটি টাকা। প্রারম্ভিক জের ১ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৯৯০ টাকা। এছাড়াও ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ৬২ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা ও সমাপনী জের ধরা হয়েছে ১কোটি ৭ লক্ষ ৬৭হাজার ৯৯০ টাকা। দায়ভার ১৪ কোটি ৬ লাখ ১৬ হাজার ৮৭৬ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ পৌর সচিব মোঃ আবদুল কাদের প্রমুখ।
Leave a Reply