নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
‘নারী শিক্ষায় সরকার সফল। উন্নয়নশীল দেশগুলোতে নারীশিক্ষার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে নারীশিক্ষা উন্নয়নে নানামুখী পদক্ষেপ করেছে। অর্থনৈতিক দৈন্যতা, সামাজিক নেতিবাচক মনোভাব, ধর্মীয় কুসংস্কারের কারণে মফস্বল এলাকায় নারীরা শিক্ষা ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল। কিন্তু বর্তমান সরকার গ্রামীণ নারীদের শিক্ষা উন্নয়নে মফস্বল এলাকায় ব্যাপকহারে প্রতিষ্ঠা করেছে স্কুল, কলেজ এবং মাদরাসা। সাথে শিক্ষা পরিবেশ তৈরীতে আধুনিক মানের ভবন নির্মাণ করছেন। আর এসব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সর্ববিষয়ে সজাগ দৃষ্টি রাখার কারণে। সুতরাং এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে।’
মণিরামপুরের ঐতিহ্যবাহি ‘টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসা’র নবনির্মিত ৪ তলা বিশিষ্ট ভবনের ফিতা কেটে ও নাম ফলকের শুভ উন্মোচন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
শনিবার বিকেলে মাদারাসা ক্যাম্পাসে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমদুল হাসান বলেন, ‘আওয়ামীলীগ সরকারের আমলেই মাদরাসা শিক্ষার সর্বোচ্চ উন্নয়ন ও আধুনিকায়ন হয়েছে। মাদরাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের আওতায় এনে বিশ্বমানের শিক্ষা অন্তর্ভুক্ত করার জন্য দেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। মাদরাসা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে পৃথক মাদরাসা শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা করা করেছে। এ শিক্ষায় অনার্স কোর্স চালু করা হয়েছে। সাধারণ বিষয়ের মতো বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি বিষয় চালু করা হয়েছে’।
টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার সহকারী অধ্যাপক নূরুল হক ও ফজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি নূরুল ইসলাম, আওয়ামীলীগনেতা আতিয়ার রহমান, মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, আওয়ামীলীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মুহাম্মদ আলী, মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন, ভোজগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান তজু, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর মোঃ আজিম, সুমন দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, যুবলীগনেতা এসএম লুৎফর রহমান, গাজী আসাদ, পলাশ ঘোষ, অভিজিৎ দত্ত, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন আলম, মাদরাসা শিক্ষার্থী আয়েশা আক্তারসহ প্রমুখ।
Leave a Reply